দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে জারি কমলা সর্তকতা

Must read

প্রতিবেদন: গত সপ্তাহে রাজ্যের (West Bengal- Rain) প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেও সেই ধারা বজায় থাকবে। হাওয়া অফিস বলেছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণে দুই- এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় । বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী দুই দিনে ভারী বৃষ্টির (West Bengal- Rain) সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী ৪-৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- ফের পিছোল জনগণনা, সীমা পুনর্বিন্যাস

Latest article