প্রতিবেদন: মঙ্গলবার ফের বৃষ্টিতে ভিজল শহর। মঙ্গলবার সকাল রোদ্রৌজ্জ্বল হলেও বেলা বাড়তেই ঘনিয়ে আসে মেঘ। বিকেল তিনটে নাগাদ শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় মঙ্গলবারের বৃষ্টির কোনও আভাস ছিল না। পূর্বাভাস মিলিয়ে উত্তরের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। দার্জিলিঙ-কালিম্পঙেও হয়েছে বৃষ্টি। দক্ষিণের মুর্শিদাবাদ ছিল মেঘাচ্ছন্ন। সূর্যের মুখ দেখা যায়নি সকাল থেকেই। তবে হাওয়া অফিস জানিয়েছে বুধবার থেকে দক্ষিণের আবহাওয়ার উন্নতি হবে।
আরও পড়ুন-ক্যাপসির দাপটে ফাইনালে দিল্লি, জিতেও এলিমিনেটর খেলতে হবে হরমনদের
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অপেক্ষাকৃত বেশি বিক্ষিপ্তভাবে দুই-এক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। উত্তরের ঝড়-বৃষ্টি বেশি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আরও তিন-চার দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।