বৃষ্টিভেজা ছুটির মহানগরী

Must read

প্রতিবেদন: আগামিকাল সোমবারও দক্ষিণবঙ্গে ভারী (Rainfall) বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গেও। রবিবার সারাদিনই শহর কলকাতায় আকাশ ছিল মেঘলা। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে প্রায় সারাদিনই। গত ২৪ ঘন্টায় কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে ৩১.৪ মিলিমিটার। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যান্য জেলাগুলোতে। মঙ্গলবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। চলতি সপ্তাহে এই সময়ের স্বাভাবিক বৃষ্টি হবে। যদিও জুন মাস থেকে যে বৃষ্টির ঘাটতি রয়েছে এই বৃষ্টিতে সে ঘাটতি পূরণের সম্ভাবনা নেই বললেই চলে। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সপ্তাহের মাঝামাঝি মৌসুমি অক্ষরেখা আরও উত্তরে সরে গেলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকায়। এর প্রভাবে দেশের উপকূল ভাগে বৃষ্টির (Rainfall) পরিমাণ বাড়বে।

আরও পড়ুন: নিউ গড়িয়া-রুবি মেট্রোর প্রতীক্ষায় শহর

Latest article