বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি

Must read

প্রতিবেদন : সারদা, নারদ-সহ একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি-র নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলল জোড়াফুল শিবির। রবিবার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ গায়েন (Pradip Gayen) সাংবাদিকদের বলেন, “শুভেন্দু অধিকারীকে ধরার প্রশ্নে ইডি কিংবা সিবিআই চোখ বুজে রয়েছে কেন? অধিকারী পরিবারের প্রশ্নে কেন কেন্দ্রীয় এজেন্সিগুলো নিরপেক্ষ নয়?” কাঁথির বাসিন্দা হওয়ার সুবাদে প্রদীপ (Pradip Gayen) অধিকারীরা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন খুব কাছ থেকে দেখেছেন। তিনি এদিন দাবি করেছেন, “শুধু পূর্ব মেদিনীপুর নয়, সারা রাজ্যে কোটি কোটি টাকা দুর্নীতির মূল কারিগর শুভেন্দু অধিকারী। কাঁথির দুটি সমবায় ব্যাঙ্কে কর্মিনিয়োগ নিয়ে সঠিক তদন্ত হলে শুভেন্দুর অনেক কীর্তি প্রকাশ্যে চলে আসবে। তিনি এখনও বহাল তবিয়তে জেলের বাইরে ঘুরছেন কেন?” প্রদীপের আরও দাবি, “সিবিআই এবং ইডি নিরপেক্ষ নয় বলে, গুজরাট ব্যাঙ্কে শুভেন্দু কোটি কোটি টাকা রেখে, পশ্চিমবাংলায় কীর্তন করে বেড়াচ্ছেন।” আবার সারদা-কর্তা সুদীপ্ত সেনের মুখে শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দুর নাম শোনা গেলেও, সিবিআই কেন তাদের ডাকছে না, সে নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদীপ।

আরও পড়ুন: পাচার রুখতে আসানসোল-রানিগঞ্জে সক্রিয় সিআইডি

Latest article