প্রতিবেদন : নতুন সপ্তাহে আরও জোরালো হচ্ছে নিম্নচাপের (West Bengal- Depression) প্রকোপ। রবিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহর। নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। সকাল থেকেই হালকা ও মাঝারি বৃষ্টির জেরে নাজেহাল শহরবাসী। পুজোর মুখে সারাদিন বৃষ্টির জেরে কিছুটা মার খেয়েছে পুজোর বাজারও। নিম্নচাপের (West Bengal- Depression) জেরে আগামী চার দিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দফতর। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় ভারী থেকে অতি-ভারী বৃষ্টি হতে পারে বলে আগাম সতর্কতা জানিয়েছিল হাওয়া অফিস। ইতিমধ্যে এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতাও। এ-ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। বুধবারও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়ায়।