আইপিএস অফিসারের বাড়িতে সিআইডি হানা

Must read

প্রতিবেদন: রবিবার সকাল থেকে ফের শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিআইডি (CID)। সিআইডি সূত্রে জানা গিয়েছে হিসাব-বহির্ভূত সম্পত্তির মামলায় এক আইপিএস অফিসারের বাড়িতে তল্লাশি চালায় তাদের কয়েকটি টিম। রবিবার সকাল থেকে সিআইডির একাধিক টিম সল্টলেকের কয়েকটি জায়গায় হানা দেয়। তাঁদের নিশানায় এক আইপিএস অফিসার ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরি সল্টলেকের বাড়িতে তল্লাশি চলে। সল্টলেকে ওই আইপিএস দেবাশিস ধরের বাড়ি। প্রথমে সেখানেই যায় সিআইডির একটি টিম। চলছে জেরা। ওই ব্যবসায়ীর সঙ্গে আইপিএস দেবাশিস ধরের কী সম্পর্ক তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দেবাশিস ধর একসময় কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। শীতলকুচিতে নির্বাচনের সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। ওই ঘটনা নিয়ে এক সময় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার পর থেকে আইপিএস দেবাশিস ধর কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন। সিআইডি সূত্রে খবর, কলকাতা ও সল্টলেকের একাধিক জায়গায় সিআইডি (CID) অভিযান চলছে। তার মধ্যে রয়েছে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরি এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত দেবাশিসের বাড়ি ও অফিস। আয়-বহির্ভূত সম্পত্তির এই অভিযোগটি দায়ের হয়েছিল ব্যারাকপুরে কমিশনারেটে। পরে অভিযোগের তদন্তভার হাতে নেয় সিআইডি। সেই মামলাতেই রবিবার তল্লাশি চালায় সিআইডি। সুদীপ্ত রায়চৌধুরির তরফে দাবি করা হয়েছে, তাঁর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি। দেবাশিস ধরের বাড়ি থেকে কোনও কিছু পাওয়া গিয়েছে কিনা তা নিয়ে সিআইডির তরফে কিছু জানান হয়নি। এই ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরির বিরুদ্ধে এর আগেও একবার গুরুতর অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন-রাজ্যে দাপট বাড়ছে বৃষ্টির

Latest article