প্রতিবেদন: ভ্যাপসা গরম কেটে সামান্য স্বস্তি এসেছে কলকাতায়(Kolkata)। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে বুধবার থেকে ঝিরিঝিরি বৃষ্টি (Rainfall) শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। তবে প্রশ্ন পঞ্চায়েত ভোটের দিন ও গণনার দিন কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই গোটা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় ভোটের দিন বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। গণনার দিন উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের নিচের দিকের জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভোটের ও গণনার দিন। গণনার দিন অর্থাৎ ১১ জুলাই দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainfall)। বাকি দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি বহাল থাকবে।
আরও পড়ুন: ফের এক্তিয়ারের বাইরে সিদ্ধান্ত বোসের, ক্ষোভ সর্বত্র