রাজভবন অভিযান তৃণমূল শিক্ষা সেলের

Must read

রাজভবনের (Raj Bhavan Abhiyan) এক অস্থায়ী মহিলা কর্মী ও আরও এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে খোদ রাজ্যপালের বিরুদ্ধে। এর প্রতিবাদে ও রাজ্যপালের পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল শিক্ষা সেল। তাঁদের অভিযানের (Raj Bhavan Abhiyan) প্রেক্ষীতে এদিন উত্তেজনা ছড়াল ধর্মতলা চত্বরে। রানি রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওয়ানা দেয় তৃণমূল কংগ্রেসের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা। কিন্তু রাজবভনের কিছু আগেই গার্ডরেল দিয়ে তাঁদের পথ আটকায় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে একদফা বচসায় জড়িয়ে পড়েন শিক্ষা সেলের সদস্যরা। তৈরি হয় উত্তেজনা। এই সময় প্রচণ্ড গরমে তৃণমূল শিক্ষা সেলের সভাপতি-সহ বেশ কয়েকজন ঘটনাস্থলেই অসুস্থও হয়ে পড়েন। ব্যারিকেড ডিঙ্গিয়ে এগোনের চেষ্টা করে কয়েকজন। এই সময় কয়েকজনকে আটক করে পুলিশ। তবে গোটা ঘটনা বেশি দূর এগোয়নি। সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। অভিযান থেকে রাজ্যপালের পদত্যাগের দাবিতে শ্লোগান ওঠে। পরে শিক্ষা সেলের পক্ষ থেকে রাজ্যপালের কুশপুতুলও দাহ করা হয়।

আরও পড়ুন- ইলেক্টরাল বন্ড নিয়ে বিস্ফোরক অভিষেক! বিজেপির পর্দাফাঁস

Latest article