বঙ্গ

কাটল না জট, পরিষদীয় মন্ত্রীকে ২ লাইনের উত্তর পাঠালো রাজভবন

জটিলতা অব্যাহত। ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের (Nirmal Chandra Roy) শপথগ্রহণ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠিতে মাত্র দু লাইনের উত্তর দিয়ে দায় সারল রাজভবন। এদিকে আজও চিঠিতে বিধায়কের শপথ গ্রহণের দিন উল্লেখ করা হল না। দু’লাইনে লেখা চিঠিতে জানানো হয়েছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিঠি দিয়ে যোগাযোগ করেছেন। তিনি যা কথা বলার মুখ্যমন্ত্রীকেই বলেছেন।

গত সোমবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, “ধূপগুড়ির বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধি। তাই তাঁকে মানুষের পরিষেবা দিতে হয়। এহেন অবস্থায় অবিলম্বে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হোক তাঁকে। টানাপড়েনের জেরে ধূপগুড়ির উন্নয়নের কাজ আটকে রয়েছে। সেই কারণে শপথের তারিখ চূড়ান্ত করার সিদ্ধান্ত নিতে চিঠি দেওয়া হবে। আগেও শপথগ্রহণ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছিল। উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, শনিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ নির্মল চন্দ্র রায়কে কিছু জানানো হয়নি বলেই দাবি মন্ত্রীর। ধূপগুড়ি উপনির্বাচনের ফল প্রকাশিত হয় গত ৮ সেপ্টেম্বর। বিজেপির থেকে এই আসনটি ছিনিয়ে নিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় (Nirmal Chandra Roy)। তারপর থেকেই শপথগ্রহণ হয়নি নির্মল চন্দ্র রায়ের। যদিও রাজভবনের তরফে বিধায়ককে ফোন করে জানতে চাওয়া হয়, তাঁর রাজভবনে শপথ নিতে কোন অসুবিধা রয়েছে কিনা, এমনটাই সূত্রের খবর। তবে শনিবার শপথগ্রহণ হয়নি।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ চ্যানেলেও মুখ্যমন্ত্রী ও অভিষেক

মঙ্গলবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর বিধানসভায় শপথগ্রহণের সবুজ সঙ্কেত দিয়ে চিঠি পাঠিয়ে ডেপুটি স্পিকারকে শপথগ্রহণের কথা জানানো হয় রাজভবনের তরফে। তবে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। অধ্যক্ষের বদলে তাঁকে দিয়ে শপথবাক্য পাঠ করানোটা পরিষদীয় শিষ্টতা এবং রীতির পরিপন্থী বলেই জানান ডেপুটি স্পিকার। স্পিকার পাল্টা রাজভবনে চিঠি পাঠিয়ে বিধাসভায় গিয়ে রাজ্যপালকে শপথগ্রহণের কথা জানান। সব মিলিয়ে এখনও পর্যন্ত ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানের জট কাটল না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago