মুম্বই, ৫ এপ্রিল : একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর! মঙ্গলবার এই আপ্তবাক্য হাড়ে হাড়ে টের পেল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, দীনেশ কার্তিক ও শাহবাজ আহমেদ জুটিতে বাজিমাত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরও পড়ুন-ব্লক সভাপতিকে শোকজ চিঠি জেলা সভাপতির
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তুলেছিল রাজস্থান। ৪৭ বলে ৭০ রান করে নট আউট থাকেন জস বাটলার। ৩১ বলে অপরাজিত ৪২ করেন শিমরন হেটমেয়ার। পাল্টা ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে ম্যাচ জিতে নেয় আরসিবি। দুই ওপেনার ফাফ ডু’প্লেসি ও অঞ্জু রাওয়াত শুরুটা ভাল করলেও, বিনা উইকেটে ৫৪ থেকে দ্রুত ৫ উইকেটে ৮৭ রান হয়ে গিয়েছিল আরসিবির স্কোর! ডু’প্লেসি ২৯ ও রাওয়াত ২৬ রান করেন। বিরাট কোহলির অবদান ৫। শূন্য রানে আউট হন ডেভিড উইলি।
আরও পড়ুন-কুটিরশিল্পে ৪৫ লক্ষ
ওই পরিস্থিতিতে জুটি বাঁধেন শাহবাজ ও কার্তিক। আস্কিং রেট সেই সময় প্রায় পনেরো। কিন্তু মাত্র ৩৩ বলে ৬৭ রানের জুটিটা ভোজবাজির মতোই ম্যাচের রং পাল্টে দিল। বাংলার শাহবাজ ২৬ বলে ৪৫ রান করে আউট হলেও, ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে যান কার্তিক। আরসিবিও ৫ বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়।