প্রতিবেদন : ফের ফিরে এল নির্ভয়ার স্মৃতি। এবারের ঘটনাস্থল রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলা (Alwar District)। সপ্তাহের শুরুতেই আলোয়ারে প্রতিবন্ধী এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। শুধু ধর্ষণই নয়, এরপর ওই কিশোরীর গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় ধারাল অস্ত্র। এরপর ওই কিশোরীকে আলোয়ারের তিজারা সেতু থেকে নিচে ফেলে দেয় দুষ্কৃতীরা।
সেতুর নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কিশোরীকে উদ্ধারের পর জয়পুরের (Jaipur) জেকে লোন হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ আড়াই ঘন্টা ধরে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ওই কিশোরীর গোপনাঙ্গ থেকে ধারালো অস্ত্র বের করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওই নাবালিকার শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। ফলে তার শরীরের একাধিক অঙ্গে গুরুতর চোট লেগেছে। অবস্থা সংকটজনক। জেলা পুলিশ সুপার প্রসাদিলাল মিনা বলেছেন, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হবে।
আরও পড়ুন-এবার ভাঙন সপা, কংগ্রেসে
রাজ্যের (Rajasthan)) নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মমতা ভূপেশ আশ্বাস দেন, দোষীরা ধরা পড়বেই। নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।