বন্দিহত্যা মামলায় মৃত্যুদন্ড শ্রীলঙ্কার প্রাক্তন কারাপ্রধানকে

Must read

প্রতিবেদন : ২০১২ সালের নভেম্বরে কলম্বোর ওয়াইলিকাড়া সংশোধনাগারে মোবাইল উদ্ধার অভিযানকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। পুলিশ-বন্দি সংঘর্ষের ঘটনায় ২৭ জন বন্দি প্রাণ হারিয়েছিলেন। বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে, মোবাইল বাজেয়াপ্ত করার নামে কার্যত গণহত্যা করা হয়েছিল ওয়াইলিকাড়া জেলে। ঘটনাটি নিয়ে কলম্বো হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।

আরও পড়ুন-নির্ভয়াকাণ্ডের স্মৃতি ফিরিয়ে গণধর্ষণের পর ভয়াবহ অত্যাচার

বৃহস্পতিবার সেই মামলায় হাইকোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। আদালতের রায়, দেশের প্রাক্তন কারাপ্রধান এমিল লামাহেওয়াগেকে মৃত্যুদণ্ড দেওয়া হল। যদিও গণহত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত পুলিশ আধিকারিক মোসেস রানাগাজেওয়াকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। শ্রীলঙ্কাতে (Sri Lanka) এই প্রথম কোনও শীর্ষ পুলিশ আধিকারিককে মৃত্যুদণ্ড দেওয়া হল। উল্লেখ্য, ২০১২ সালের ৯ নভেম্বর ওয়াইলিকাড়া সংশোধনাগারে বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। বন্দিদের থেকে বেআইনিভাবে রাখা মোবাইল উদ্ধার করাই ছিল উদ্দেশ্য। কিন্তু সেই কাজ করতে গিয়ে পুলিশ ও কারারক্ষীদের সঙ্গে বন্দিদের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাণ যায় ২৭ জনের। গুরুতর জখম হয়েছিল আরও ২০ জন। ওই ঘটনার পর নানা মহলে অভিযোগ ওঠে, পরিকল্পনা করেই কারাগারের ভেতরে কার্যত গণহত্যা চালানো হয়েছে। গোটা দুনিয়া ওই ঘটনার তীব্র নিন্দা করেছিল। আন্তর্জাতিক মহলের প্রবল চাপে শেষ পর্যন্ত ঘটনার ৭ বছর পর ২০১৯ সালের জুলাইয়ে কারা কমিশনার এমিল ও পুলিশ আধিকারিক রানাগাজেওয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এদিন সেই মামলার নিষ্পত্তি হল।

Latest article