মুম্বই : পরপর দুটো হারের ধাক্কা সামলে ফের জয়ের সরণিতে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। শনিবার তারা ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তুলেছিল পাঞ্জাব। পাল্টা ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৪ উইকেটে ১৯০ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজস্থান। এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এল রাজস্থান।
রাজস্থানের (Rajasthan Royals) জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে যশস্বী জয়সোয়াল এবং যুজবেন্দ্র চাহালের। প্রথমজন রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ৪১ বলে ৬৮ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। দ্বিতীয়জন বল হাতে মাত্র ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। তবে ম্যাচের নির্বাচিত হয়েছেন যশস্বী। ফর্মে থাকা জস বাটলার ৩০ রান করে আউট হওয়ার পর, সঞ্জু স্যামসনও (২৩) দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন। ওই পরিস্থিতিতে দলকে ভরসা দেয় যশস্বীর ব্যাট। তাঁকে সঙ্গ দেন দেবদূত পারিক্কল (৩২ বলে ৩১)। এরপর জয়ের জন্য বাকি রান তুলে দেন শিমরন হেটমেয়ার। তিনি ১৬ বলে ৩১ রান করে নট আউট থাকেন।
আরও পড়ুন: খেলার থেকেও বেশি মন ছিল পার্টিতে, ওয়ার্নারকে নিয়ে বিস্ফোরক শেহবাগ
এর আগে প্রথমে ব্যাট করে পাঞ্জাব যে বড় রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল, তারজন্য কৃতিত্ব প্রাপ্য জনি বেয়ারস্টোর। শিখর ধাওয়ান মাত্র ১২ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও, বেয়ারস্টো ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলে দেন। তবে হতাশ করেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (১৩ বলে ১৫)। শেষ দিকে ১৮ বলে অপরাজিত ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন জিতেশ শর্মা। লিয়াম লিভিংস্টোনের অবদান ১৪ বলে ২২ রান।