সুমন করাতি, হুগলি : ব্যস্ত এক্সপ্রেসওয়ে আছে। নিত্য দুর্ঘটনা আছে। নেই কোনও সাবওয়ে। নেই সার্ভিস রোড। এই নেইরাজ্যের প্রতিবাদে সাইকেল মিছিল করে দিল্লির সরকারকে ধিক্কার জানালেন ভুক্তভোগী হাজার হাজার গ্রামবাসী। নেতৃত্বে রাজ্যের মন্ত্রী, হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সঙ্গী সিঙ্গুরের বিধায়ক করবী মান্না।
আরও পড়ুন-কামিনী-কাঞ্চন ছাড়ছে না রাজ্য বিজেপিকে
রবিবার সকালে হরিপাল থেকে ডানকুনি টোল প্লাজা পর্যন্ত এই বিরাট প্রতিবাদী সাইকেল মিছিল সংঘটিত হয়। মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য, হরিপাল থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ১১টি সাবওয়ে এবং তার সঙ্গে সার্ভিস রোডের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। মুখ্যমন্ত্রী স্বয়ং কেন্দ্র সরকারের ভূতল পরিবহণ দফতরে বারবার চিঠি লিখেছেন। কিন্তু সমস্যার কোনও সুরাহা হয়নি। আমিও দিল্লির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। প্রতিবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কাজ করছে না দিল্লি। কেন এই দাবি সংগত, তা-ও ব্যাখ্যা করেছেন বেচারাম। তাঁর কথায়, এলাকার গ্রামবাসীরা নিদারুণ কষ্টের মধ্যে পড়েছেন সার্ভিস রোড না-থাকার কারণে। এক্সপ্রেসওয়ে পারাপার করতে গিয়ে তাঁদের ভয়ংকর বিপদের মধ্যে পড়তে হচ্ছে। প্রায় ১৫০০ মানুষ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মারা গিয়েছেন।