সংবাদদাতা, শিলিগুড়ি: পুলিশের তৎপরতায় রামকৃষ্ণ মিশন ফিরে পেল সেবক হাউস। গত চারদিন আগে কেজিএফ গ্যাং হামলা চালায় সেবক রোডের রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে রামকৃষ্ণ মিশনের সাধুদের সেখান থেকে বের করে দেয়। এই ঘটনার খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয় সেবক হাউস নামক বাড়িটি। রামকৃষ্ণ মিশনের মহারাজরা সেবক হাউস নিজেদের হাতে তুলে নেয়। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক শিব প্রেমানন্দ মহারাজ নিজে এসে সেবক হাউস নিজেদের হাতে তুলে নেয়।
আরও পড়ুন-মুম্বইয়ের থানের কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, উদ্ধার ২০
এই বিষয়ে তিনি বলেন, পুলিশের উদ্যোগে মিশন ফিরে পেলাম। তাদের উপরে ভরসা ছিল। তবে এখন মিশনে গিয়ে দেখতে হবে সব ঠিক আছে কি না। মিলিয়ে দেখে বুঝতে পারব। পুলিশ তদন্ত করে দেখেছে, দক্ষিণী ছবির অনুকরণে এই দলের নাম রেখেছে কেজিএফ। জমি দখলে সিদ্ধহস্ত এই গ্যাং। যে কোনও দুষ্কৃর্মে ‘মাসলম্যানের’ জোগান দেয় এই গ্যাং। কী কাজ করে কেজিএফ গ্যাং? সূত্রের খবর, জমি দখল থেকে শুরু করে কাউকে শায়েস্তা করা সবেতেই নাম রয়েছে কেজিএফ-এর। রেটচার্ট ধরে টাকা ফেললেই কাজে নেমে পড়ে এই গ্যাং৷ শিলিগুড়ির জমি দখলের কারবারে ম্যাসলম্যান চাইলেও জোগান দেয় এরা।
সূত্রের খবর, প্রথমদিকে ছোটখাটো ঘটনা ঘটাত এই চক্র। এরপর তারা জমির দখলের কারবারের সঙ্গে জড়িয়ে পড়ে তারা। এই গ্যাংয়ের শিকড়ের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ধৃতদের জেরা করা হচ্ছে।