বিজয়োৎসবে মাতলেন উঃ মালদহের প্রার্থী-সহ তৃণমূল কর্মীরা

বিপুল উন্নয়নের ফলে মানুষের আস্থা অর্জন করেছে তৃণমূল কংগ্রেস। প্রচারেই প্রার্থীরা পেয়েছেন জয়ের ইঙ্গিত। তাই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, মালদহ : বিপুল উন্নয়নের ফলে মানুষের আস্থা অর্জন করেছে তৃণমূল কংগ্রেস। প্রচারেই প্রার্থীরা পেয়েছেন জয়ের ইঙ্গিত। তাই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। এবার বিজয়োৎসবে মাতলেন উত্তর মালদহের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। এদিন মালদহের হবিবপুরের ডাল্লা এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন প্রসূনবাবু, পাশাপাশি তাঁদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-পুলিশের তৎপরতায় রামকৃষ্ণ মিশন ফিরে পেল সেবক হাউস

সভা শেষে বিজয়োৎসবে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দেন। এর থেকেই প্রমাণিত উত্তর মালদহে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। শুধু সবুজ আবির মাখানো নয়, পাশাপাশি চলে মিষ্টিমুখের পালা। প্রার্থী জানান, উত্তর মালদহের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে এই বিজয়োৎসব| ভোট গণনার আগেই কার্যত নিজের জয় একশো শতাংশ নিশ্চিত দাবি করে বিজয়োৎসবে শামিল হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কৃষ্টু মুর্মু, রাকেশ রায় প্রমুখ।

Latest article