শীঘ্রই খুলে দেওয়া হবে জয়ন্তী মহাকাল

এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পূর্ব) দেবাশিস শর্মা জানিয়েছেন, আমরা পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : খারাপ রাস্তা ও পর্যটকদের নিরাপত্তার কারণ দেখিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্যতম আকর্ষণীয় জঙ্গল সাফারি রুট জয়ন্তী থেকে মহাকাল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল বন দফতর। বনদফতরের বক্তব্য এই মুহূর্তে বর্ষা দোরগোড়ায়, এছাড়াও মহাকাল যাওয়ার ওই পথ নির্বাচনী বিধিনিষেধের কারণে সংস্কার করা সম্ভব হয়নি৷

আরও পড়ুন-বিজয়োৎসবে মাতলেন উঃ মালদহের প্রার্থী-সহ তৃণমূল কর্মীরা

ফলে এই মুহূর্তে ওই পথ বিপদসঙ্কুল হয়ে উঠেছে। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর যেহেতু ওই রাস্তাটি জয়ন্তী নদীর ওপর দিয়ে গিয়েছে, তাই যে কোনও সময় হড়পা বানের সম্ভাবনা থেকেই যায়। বছরখানেক আগেই মহাকাল থেকে নামতে গিয়ে আলিপুরদুয়ার ও কোচবিহারের নয়জন যুবক হড়পা বানের কারণে জয়ন্তী নদীর মাঝখানে পাথরে আটকে পড়েছিলেন। জেলা প্রশাসনের সাহায্যে শেষপর্যন্ত নিজেদের জীবন বাজি রেখে ওই যুবকদের নিচে নামিয়ে এনেছিলেন জয়ন্তীর বাসিন্দারাই। ওই ঘটনার কথা মাথায় রেখেই তাই জঙ্গল বন্ধ হওয়ার আগে আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না বন দফতর। তবে বাকি সব জঙ্গলপথে আগের মতোই সাফারি চালু রয়েছে। যদিও বৃহস্পতিবার থেকে ওই জঙ্গলপথের সংস্কার কাজ শুরু করেছে বন দফতর। এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পূর্ব) দেবাশিস শর্মা জানিয়েছেন, আমরা পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

Latest article