নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : রামের নাম (Ram Naam) করে নয়া ফতোয়া জারি। অযোধ্যাতে রামমন্দির প্রতিষ্ঠার দিন মুসলিম এবং অহিন্দু ধর্মস্থানগুলিতেও ১১ বার রাম নাম জপ করতে হবে। জানিয়েছে আরএসএস। ভারতীয়দের সাধারণ জাতিসত্তার কথা উল্লেখ করে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির অভিষেকের অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য সমস্ত মুসলিম এবং অন্যান্য অহিন্দুদের প্রতি আরএসএসের নিদান, ভারতীয়দের সাধারণ জাতিসত্তার যোগসূত্র স্থাপনের জন্য সবাইকে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার রবিবার বলেন, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মসজিদ, দরগা এবং মাদ্রাসায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করছি। আরএসএস নেতার যুক্তি, ভারতের প্রায় ৯৯ শতাংশ মুসলমান এবং অন্যান্য অহিন্দুদের ভারতের সম্পর্ক বহু পুরোনো। ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে। কারণ আমাদের পূর্বপুরুষ একই। তাঁরা তাদের ধর্ম পরিবর্তন করেছে, দেশ নয়। সুতরাং রামমন্দির প্রতিষ্ঠার দিন তাঁদেরও নিজেদের ধর্মীয়স্থানে রাম নাম (Ram Naam) জপ করা উচিত।
এই প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহকেও কটাক্ষ করেছেন ইন্দ্রেশ কুমার। বলেছেন, ভগবান রাম কেবল হিন্দুদের নয়, রাম সকলের, বিশ্বের সমস্ত মানুষের। ইন্দ্রেশ কুমার আরও বলেছেন, আমি গুরুদ্বার, গির্জা এবং সমস্ত ধর্মীয় স্থানের কাছে আবেদন করছি, ২২ জানুয়ারি দুপুর ১১ টা থেকে-২ টোর মধ্যে নিজেদের উপাসনালয় এবং প্রার্থনা কক্ষগুলিকে সুন্দরভাবে সাজিয়ে শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান পরিচালনা করুন।
আরও পড়ুন- রাহুলকে নিয়ে এত মাতামাতি কেন? কংগ্রেস নেতার মন্তব্যে শোরগোল