ইডেনে সৌরভ-রণবীর, ধন্দে বায়োপিক

Must read

প্রতিবেদন : কলকাতায় এলেন। নিজের ছবির প্রচারের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly- Ranbir Kapoor) সুতলিও পাকিয়ে গেলেন রণবীর কাপুর। তবে রণবীর বা সৌরভ, কেউই এটা নিয়ে খোলসা করেননি।
সৌরভ নিজে কাপুর খানদানের নবতম নায়ককে নিয়ে উচ্ছ্বসিত। বরফি তাঁর প্রিয় ছবি। ইডেনে রবিবাসরীয় বিকেলে রণবীরের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেললেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মুখ। কিন্তু নিজের বায়োপিক নিয়ে নতুন করে কিছু খোলসা করেননি। বরং দাবি করলেন, রণবীর তাঁর বায়োপিকে কাজ করছেন না। আর রণবীর? ছবির প্রচারে এসে দাবি করলেন, ‘‘এখনও আমার কাছে এমন প্রস্তাব আসেনি। সুতরাং আমার বলার কিছু নেই। আমি বরং কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছি।’’

আরও পড়ুন: বিয়ের দিনেই শুরু রুশ হামলা, তারপরেই রণাঙ্গনে

কিন্তু সবটা এমন নাও হতে পারে। রণবীরের নতুন ছবি, ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রযোজক যে সংস্থা, সেই লাভ ফিল্মসই আবার সৌরভের বায়োপিকের প্রযোজক। তাদেরই ছবির প্রচারে রণবীরের সঙ্গে ইডেনে হাতে ব্যাট তুললেন কলকাতার বিখ্যাত বাঁ-হাতি। অনেকে বলছেন এটাই তাঁর বায়োপিকের প্রথম ধাপ। নাহলে ব্যস্ত সৌরভ রণবীরের ছবির প্রোমোশনে হাজির হতেন না।

বেশ অভিনব দৃশ্যই। বল করছেন সৌরভ (Sourav Ganguly- Ranbir Kapoor)। ব্যাট হাতে ঋষি ও নীতু কাপুরের সুযোগ্য পুত্র। মহারাজের বলে লম্বা ছক্কা হাঁকানো রণবীর পরে বলেন, ‘‘দাদার সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ হল এতদিনে। ন্যাট ওয়েস্ট ফাইনালে লর্ডসে জামা ওড়ানোর দৃশ্য এখনও চোখে ভাসে। তখন আমার বয়স ছিল কুড়ি।’’
মহারাজও রণবীরের প্রশংসা করেছেন। বললেন, ‘‘রণবীর খুব ভাল অভিনেতা। ওকে আমার বায়োপিকের জন্য পছন্দ হলেও ও আমার বায়োপিকে কাজ করছে না।’’ সৌরভ ও রণবীর দু’জনেই আইএসএল দলের মালিক। ফাইনালে দেখা হলে দাদা-কে অভিনন্দন জানাবেন কি না প্রশ্নে রণবীর বলেন, ‘‘মুম্বই লিগ-শিল্ড জিতেছে। দল প্লে-অফে রয়েছে। ফাইনালে দেখা হলে নিশ্চয়ই দাদাকে অভিনন্দন জানাব।’

Latest article