ইসিএল-এর হেলদোল নেই, ফের ধসে বিপন্ন রানিগঞ্জ

ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়ির পাশেই ধস। যে কোনও মুহূর্তে ঢুকে যেতে পারে বাড়ির সীমানা প্রাচীর, উঠোন-সহ আস্ত বাড়ি

Must read

সংবাদদাতা, আসানসোল : কেন্দ্রীয় সংস্থা ইসিএলের চরম উদাসীনতা বিপন্ন রানিগঞ্জের মানুষ। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের ধসে ব্যাপক আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানার বল্লভপুরে। রবিবার সাতসকালেই হুড়মুড়িয়ে ঢুকে গেল বাড়ির সামনের বেশ কিছুটা অংশ। লাগাতার বৃষ্টিতে ধস নামল রানিগঞ্জ থানার অন্তর্গত বল্লভপুর পঞ্চায়েতের ষষ্ঠীতলা এলাকায়।

আরও পড়ুন-রাজ্যের প্রতি ক্রমাগত আর্থিক বঞ্চনা সত্ত্বেও কৃষিতে স্বীকৃতি, বাংলাকেই মডেল করার পরামর্শ কেন্দ্রের

ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়ির পাশেই ধস। যে কোনও মুহূর্তে ঢুকে যেতে পারে বাড়ির সীমানা প্রাচীর, উঠোন-সহ আস্ত বাড়ি। ছোট ছোট শিশুরা ধসের জেরে যে কোনও মুহূর্তে দুর্ঘটনায় পড়তে পারে। এর আগে আস্ত কুয়ো থেকে পুকুর, বেশ কিছু বাড়িঘর, এমনকী মানুষও ধসে তলিয়ে গিয়েছে ইসিএলের বিস্তীর্ণ এলাকায়। তাই ধস সৃষ্টি হওয়ার পরই খবর দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েত ও পুলিশকে। পুলিশ ব্যারিকেড করে রেখেছে, মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ারও। আগেও বেশ কয়েকবার ধসের ঘটনা ঘটলেও ইসিএল কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ এলাকার মানুষের। ধস প্রতিরোধে বিজ্ঞানসম্মত স্থায়ী ব্যবস্থার দাবি জানালেও কার্যত কিছুই করা হয়নি।

Latest article