নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : চলতি মরশুমের রঞ্জি ট্রফির লিগ পর্বের ম্যাচ শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এই লিগ পর্ব চলবে ৫ মার্চ পর্যন্ত। সোমবার জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই পর্বের ম্যাচ শুরু হওয়ায় কথা ছিল ১৩ জানুয়ারি। কিন্তু গোটা দেশে কোভিড সংক্রমণের কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয় বিসিসিআই। রঞ্জির এই লিগ পর্বের খেলাগুলো হবে আমেদাবাদ, কলকাতা, কটক, গুয়াহাটি, চেন্নাই, রাজকোট, হায়দরাবাদ ও ত্রিবান্দ্রমে।
আরও পড়ুন-নির্বাচকদেরই তোপ, ধোনি বন্ধু, ওর দিকে আঙুল তুলব কেন : ভাজ্জি
মোট ৩৮টি দল এতে অংশগ্রহণ করবে। একটা সময় এবারের রঞ্জি ট্রফির আয়োজন নিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল বোর্ড। করোনার জন্য এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। এরই মধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আবার বিতর্ক উসকে দেন, ‘‘রঞ্জি ট্রফি ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড। এই প্রতিযোগিতা বন্ধ হলে ভারতীয় ক্রিকেটও মেরুদণ্ডহীন হয়ে পড়বে।”—এই ট্যুইট করে।
ক্রিকেটাররাও রঞ্জি ট্রফির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় পড়ে গিয়েছিলেন। তবে যাবতীয় বিতর্ক উড়িয়ে দিয়ে বিসিসিআই জানিয়ে দেয়, দু’দফায় এবারের রঞ্জির আয়োজন করা হবে। এর পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভারতীয় ক্রিকেট মহল।