বুমরারা পিছিয়ে, বললেন শোয়েব

ফের বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের।

Must read

করাচি, ৩১ জানুয়ারি : ফের বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের। প্রাক্তন পাক ফাস্ট বোলারের দাবি, পাকিস্তানি পেস বোলারদের তুলনায় আগ্রাসী মনোভাব এবং শক্তিতে পিছিয়ে রয়েছেন ভারতীয় জোরে বোলাররা। এর কারণ পরিবেশ ও খাদ্যাভ্যাস।

আরও পড়ুন-১৬ ফেব্রুয়ারি শুরু রঞ্জি

গত কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছেন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজরা। শোয়েব নিজেও ভারতীয় পেসারদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। তবে তিনি এরসঙ্গে যোগ করেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট দলে বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের ফাস্ট বোলার উঠে এসেছে। তবে বুমরাদের মধ্যে ফাস্ট বোলারের সহজাত আগ্রাসী মানসিকতার কিছুটা অভাব রয়েছে। এই বিষয়ে ভারতীয়রা পাকিস্তানের জোরে বোলারদের থেকে পিছিয়ে।” রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েব এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘‘আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণে মাংস খায়। ফলে দিনের শেষে পশুর মতোই শক্তি হয়। তাই পাকিস্তানি ফাস্ট বোলাররা মাঠে নেমে সিংহের মতো দৌড়ে বেড়ায়। শারীরিক এই শক্তি আমাদের জোরে আরও জোরে বোলিং করতে বাড়তি সাহায্য করে।”

Latest article