প্রতিবেদন : জনা পাঁচেক ক্রিকেটার অনূর্ধ্ব ২৫ বোর্ড টুর্নামেন্টে ব্যস্ত। জনা সাতেক ব্যস্ত আইপিএলে ফ্র্যাঞ্চাইজির প্রস্তুতিতে। বাকিরা ক্লাবের হয়ে খেলছেন সিএবি টুর্নামেন্টে। ফলে বাংলার রঞ্জি প্রস্তুতি আপাতত বন্ধ।
তবে এতে বিন্দুমাত্র চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। যেহেতু সবাই খেলার মধ্যেই থাকছেন। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, ‘‘আবার জুনে খেলা। কোথায় খেলব জানি না। বর্ষা একটা ফ্যাক্টর হবে তখন। নিশ্চয়ই এমন কোথাও খেলব, যেখানে বৃষ্টি কম হবে।” কটকে তিন ম্যাচই জিতে গ্রুপ শীর্ষে থেকে নক আউটে গিয়েছে বাংলা।
আরও পড়ুন-আইপিএল নিয়ে উত্তেজিত বিরাট
কটকে ভাল খেলার অনেকগুলি কারণ দেখছে বঙ্গ টিম ম্যানেজমেন্ট। যার মধ্যে প্রধান কারণ হল প্রাক মরশুম প্রস্তুতি। সাদা বলের টুর্নামেন্টে অনেক ম্যাচ খেলার সুযোগ পাওয়া। বড় টিমকে পরপর হারিয়ে আসা। এবার তারুণ্য ও অভিজ্ঞতায় মোড়া শক্তিশালী দল। ইত্যাদি। ‘‘আমরা ঠিক করেছিলাম যাকে যে ফরম্যাটে লাগবে, তাকে সেখানেই খেলাব। যাতে সেরাটা বের করে আনা যায়।’’ বলছিলেন সৌরাশিস। অভিষেক পোড়েল প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়েছেন। রবি কুমারকে সুযোগ দেওয়া যায়নি। তাঁকে অপেক্ষা করতে হবে। নীলকণ্ঠ দাসকে ভাল পারফরম্যান্স সত্ত্বেও অপেক্ষা করতে হয়েছে। তবে মনোজ তেওয়ারির উপস্থিতি যে দলের মনোবল বাড়িয়েছে, সেটা স্বীকার করে নিলেন সৌরাশিস।