পূর্ব বর্ধমানে রবীন্দ্রনাথ জেলা তৃণমূল সভাপতি

সভাপতি-পদে বসার পর পুরভোটই ছিল রবীন্দ্রনাথের অগ্নিপরীক্ষা। জেলার ছয় পুরসভাতেই তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হওয়ায় সসম্মান উত্তীর্ণ হয়েছেন।

Must read

সংবাদদাতা, কাটোয়া : পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই রেখে দেওয়া হল। স্বপন দেবনাথকে শুধু মন্ত্রী রেখে দলের জেলা সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২১-এর ১৬ আগস্ট  রবীন্দ্রনাথকে প্রথম জেলার সভাপতি করা হয়। সভাপতি-পদে বসার পর পুরভোটই ছিল রবীন্দ্রনাথের অগ্নিপরীক্ষা। জেলার ছয় পুরসভাতেই তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হওয়ায় সসম্মান উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন-রঞ্জিতে সাফল্য এল প্রস্তুতিতেই

তবে ভাল ফলের সমস্ত কৃতিত্ব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে চান। তাঁর ব্যাখ্যা, ‘মুখ্যমন্ত্রীর একটার পর একটা জনমুখী প্রকল্প ও পরিষেবায় মানুষ এতটাই তৃপ্ত যে, তৃণমূল ছাড়া অন্য কোনও দলকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারে না।’ রবীন্দ্রনাথের উত্থান শুরু সেই ১৯৯৫-এ। বামফ্রন্টকে হারিয়ে তাঁর নেতৃত্বে কাটোয়া পুরসভার দখল নেয় কংগ্রেস। কাটোয়ার আবালবৃদ্ধবনিতার কাছে অবশ্য তিনি ‘রবিদা’ নামেই পরিচিত। ২০১৫-য় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার পুরভোটে  কাটোয়া পুরসভার ১৮ বছর পুরপ্রধান থাকা রবীন্দ্রনাথকে সামনে রেখেই লড়েছে তৃণমূল কংগ্রেস। ‘রবি ম্যাজিকে’ ভর করেই ১৫০ বছরের পুরনো পুরসভা কাটোয়া ও দাঁইহাটে বিপুল জয় পেয়েছে তৃণমূল।

Latest article