সংবাদদাতা, খেজুরি : পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলা তথা খেজুরিতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল। অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা রণজিৎ মণ্ডল আবার সক্রিয় হলেন। ২০২১-এর ভোটের আগে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। এদিন নতুন করে যোগ দিলেন পুরনো দলের সঙ্গে। প্রদেশ শীর্ষ নেতৃত্বের সম্মতিক্রমে এই যোগদান কর্মসূচি হয় কাঁথি পুরসভার ১৭ ওয়ার্ড কমিটি অফিসে।
আরও পড়ুন-রাম-বামকে তুলোধোনা তেহট্টের সভায়
ছিলেন কারামন্ত্রী অখিল গিরি, জেলা পরিষদ সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতি, প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর, খেজুরি দুই ব্লক সভাপতি বিমান নায়ক ও শ্যামল মিশ্র প্রমুখ।
কয়েকদিন আগেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কাঁথিতে রণজিতের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা ও কথা বলেছিলেন। তারপরই শুক্রবার কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে রণজিতের তৃণমূলে সক্রিয় হওয়ার কথা ঘোষণা করা হল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে প্রথমবার ক্ষমতায় আসার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রণজিৎকেই প্রথম জেলা সভাধিপতি করেছিলেন। ফলে জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নমূলক কাজের বিশেষ অভিজ্ঞতা রয়েছে ওঁর। একসময় খেজুরির বিধায়কও হয়েছিলেন। বাম আমলে খেজুরিতে সিপিএমের সঙ্গে লড়াইয়ে তিনিই ছিলেন তৃণমূলের অন্যতম মুখ।
আরও পড়ুন-পিঠেপুলি বানিয়ে স্বনির্ভর কাটোয়ার দুই গৃহবধূ
অখিল বলেন, রণজিৎ আমাদের দলের নেতৃত্ব হিসেবে কাজ করেছে। জেলা সভাধিপতি ও বিধায়ক ছিল। নিষ্ক্রিয় ছিল এতদিন, আবার তাকে সক্রিয়ভাবে রাজনৈতিক লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে পাওয়া যাবে। জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, আমাদের প্রাক্তন বিধায়ক খেজুরির রণজিৎ মণ্ডল আজ রাজ্য নেতৃত্বের নির্দেশে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরলেন, এতে দল শক্তিশালী হবে।