নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহর জীবনাবসান

শনিবার ভোররাতে অস্ট্রিয়ার ভিয়েনাতে নিজের বাড়িতে প্রয়াত নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহ

Must read

শনিবার ভোররাতে অস্ট্রিয়ার ভিয়েনাতে নিজের বাড়িতে প্রয়াত নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহ (Ranajit Guha)। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। বয়স্কজনিত কারণেই অনেক রোগ ভোগের পর শনিবার ভোর ৩টের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী ২৩ মে তাঁর ১০০ বছরে পা দেওয়ার কথা ছিল। তাঁর আগেই প্রয়াত হলেন এই ইতিহাসবিদ।

আরও পড়ুন-পাকিস্তানে বিরলতম শিশুর জন্ম, দু’টি পুরুষাঙ্গ, নেই মলদ্বার

১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে রণজিৎ গুহ জন্মগ্রহণ করেন। কলকাতায় এসে তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সিপিআই-এর সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন । প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। ১৯৪৭ সালে ডিসেম্বরে প্যারিসে বিশ্ব ছাত্র সম্মেলনেও যোগ দেন। এর পর দলের প্রতিনিধি হিসেবে তিনি একে একে সাইবেরিয়া, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও চিন বিপ্লব নিজে গিয়ে দেখেন। ১৯৫৬ সালে বিদেশ থেকে ফেরার পর হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রেবেশের বিরোধিতায় তিনি দল ছেড়ে দেন।

আরও পড়ুন-পাকিস্তানে বিরলতম শিশুর জন্ম, দু’টি পুরুষাঙ্গ, নেই মলদ্বার

ভারত থেকে দূরে থাকলেও দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রমুখ নিম্নবর্গের ইতিহাস চর্চা করতেন তারই অনুপ্রেরণায়। তিনি বেশ কিছু বই লিখেছিলেন।

Latest article