বইমেলায় বিরল ঘটনা, লেখিকাকে ঘিরে বাউন্সার

Must read

প্রতিবেদন : মানুষ চিত্রতারকাদের নিরাপত্তার জন্য বাউন্সার দেখেছে, রাজনীতিবিদদের জন্য দেখেছে, কিন্তু বাঙালি লেখকের জন্য বাউন্সার? হ্যাঁ, শনিবার এমনই এক ইতিহাসের সাক্ষী থাকল সল্টলেক সেন্ট্রাল পার্কে আয়োজিত ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Book Fair)। শনিবার সেখানে এসেছিলেন এইসময়ের অন্যতম জনপ্রিয় লেখিকা দেবারতি মুখোপাধ্যায়। তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য, তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য লম্বা লাইন পড়ে যায়। একসময় সেই লাইন থেকে ছত্রভঙ্গ হয়ে লেখিকাকে ঘিরে ধরেন শয়ে শয়ে মানুষ। বাধ্য হয়ে তড়িঘড়ি ব্যবস্থা করতে হয় পেশাদার বাউন্সারদের। তাঁরা এসে জমায়েত পরিচালনা করেন। বইমেলায় (Book Fair) ডিউটিরত সার্জেন্ট থেকে দার্জিলিং, কোচবিহার এমনকী ঝাড়খণ্ড থেকে আসা বাঙালিও ছিলেন সেই ভিড়ে।

আরও পড়ুন – বাসে বেশি ভাড়া পুলিশকে জানান

প্রায় ষাটজনের পেছনে থাকা ঐন্দ্রিলা বসাক বললেন, ‘দেবারতি মুখোপাধ্যায় আমার প্রিয় সাহিত্যিক। তাঁর লেখা, তাঁর ব্যক্তিত্ব, তাঁর জীবনদর্শন সবকিছুই খুব উদ্বুদ্ধ করে আমাদের। তাই মালদা থেকে সব বন্ধুরা মিলে দেখ করতে এসেছি।’ লেখিকার ব্যবহারে মুগ্ধ আরেক পাঠক অবনীশ পাঠক জানালেন, ‘ক্যানিংয়ে বাড়ি আমার। আইটিতে চাকরি করি, ওঁর লেখায় আমাদের আইটি জগৎকে এত প্রাঞ্জলভাবে বইয়ের পাতায় পেয়ে মনে হয়েছিল, নিজেকেই দেখতে পাচ্ছি। তার ওপর এত ভিড়ে, এত পাঠকের নানারকম আবদার উনি যেভাবে গোটাসময় ধরে মিটিয়ে গেলেন, আন্তরিকভাবে সবার সঙ্গে কথা বললেন, ওই ধাক্কাধাক্কির মধ্যেও হাসিমুখে নানা গল্প করলেন, তাঁর এই ব্যবহার ভীষণ ভাল লাগল। ওঁর আরও বই কিনেছি। উনি অনেক রিসার্চ করে লেখেন, অনেক কিছু জানা যায় পড়লে। খুব ভাল লাগে ওঁর লেখা।’ বাংলা বই পড়া ক্রমশ কমছে বলে যাঁরা উদ্বিগ্ন, একজন বাঙালি তরুণ লেখিকার বইয়ের জন্য এমন চাহিদা নিশ্চয়ই তাঁদের আশ্বস্ত করবে।

Latest article