মিতা নন্দী, ঝাড়গ্রাম : বিরল জাতের ফুল ফুটিয়ে পরিবেশরক্ষা করেন এক পুলিশ অফিসার। এ দৃশ্য মাওবাদীদের এক সময়ের মুক্তাঞ্চল লালগড়ের! যে হাতে দুষ্টের দমন করেন, সেই হাতেই ফুল ফোটান লালগড় থানার সাব ইনস্পেক্টর সুব্রত সামন্ত। কাজের ফাঁকে থানার ছাদে টবে চাষ করেছেন বিরল প্রজাতির সব ফুল আর সবজির। হলুদ ও গোলাপি ফুলকপি, কালো ক্যাপসিকাম, কালো টমেটো ছাড়াও রয়েছে ৩০ ধরনের চন্দ্রমল্লিকা, ১৫ রকমের গোলাপ, ২০ রকমের ডালিয়া, থাইল্যান্ড প্রজাতির জবা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, জিনিয়া ইত্যাদি প্রায় ১৬ রকমের মরশুমি ফুল।
আরও পড়ুন-শিক্ষায় এগিয়ে বাংলা
থানার ছাদবাগানে রয়েছে হলুদ-লম্বা স্কোয়াস, থাইল্যান্ড জাতির চিচিঙ্গা, লাউ ইত্যাদিও। এক-একটা বেগুন প্রায় দেড় কেজির। শুধু বেগুনই রয়েছে ৭-৮ প্রজাতির। ছোট একটুখানি গাছ ভরে আছে টমেটোয়। পুরোটাই হয়েছে জৈব সার আর পরিচর্যায়। ছাদের ৬ হাজার বর্গফুট জায়গা জুড়ে বাগান। থানায় সুন্দর পরিবেশ গড়ে উঠুক, চান জেলার পুলিশ কর্তা থেকে সাধারণ কর্মীরা। থানার আইসি অরিন্দম ভট্টাচার্য উৎসাহ দেন। তাই কাজের ফাঁকে বাগান করায় মাতেন সুব্রত। সহযোগিতা করেন সিভিক ভলান্টিয়ার ও সহকর্মীরা। লালগড় এসে থানার এই বাগান ঘুরে প্রশংসা করে গেছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।