প্রতিবেদন : অসমের কাজিরাঙায় পর্যটকদের নিয়ে গিয়ে মালয়ালি চিত্রগ্রাহকের ক্যামেরায় ধরা পড়ল বিরল সোনালি বাঘের (Tiger) ছবি। রাজ্যের মুখ্যমন্ত্রীও পোস্ট করেছেন পূর্ণবয়স্ক সোনালি বাঘের ছবি। প্রশ্ন উঠছে, বাইরে থেকে অসমে ঘুরতে এসে পর্যটক যে বিরল বাঘ দেখতে পেলেন, রাজ্যের বন বিভাগ কেন তা এতদিনেও জানতে পারেনি?
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চরমে
২৪ জানুয়ারি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার গৌরব রামনারায়ণন অস্ট্রেলিয়ার একদল পর্যটককে নিয়ে অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে যান। সেখানেই তাঁদের সামনে আসে সোনালি বাঘ (Tiger)। প্রথমে প্রায় ৮০০ মিটার দূরে বাঘটিকে দেখে থমকে যান তাঁরা। ধীরে ধীরে সে এগিয়ে আসে গাড়ির দিকে। একসময় মাত্র ৮০ মিটার দূরত্বে এসে দাঁড়ায়, তখন তাকে লেন্সবন্দি করেন গৌরব। কাজিরাঙাতেই তিন বছর আগে সোনালি বাঘ দেখা গিয়েছিল বলে দাবি প্রাণী বিশেষজ্ঞদের। বাঘের মিউটেশন বা জিনগত পার্থক্যের জন্য সোনালি বা অন্য ধরনের রঙের বাঘ দেখা যায়। মূলত বেঙ্গল টাইগারের যে কমলা রং থাকে সেই রং সোনালি বাঘের ক্ষেত্রে খানিকটা হালকা হয়। পাশাপাশি কালো ডোরা দাগ থাকে না। কালোর রঙের পরিবর্তে বাদামি ডোরা দেখা যায় সোনালি টাইগারের। শীতের ভরা পর্যটক মরশুমে সোনালি বাঘ দেখার আশায় কাজিরাঙায় পর্যটকদের ভিড় বাড়ছে।