মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চরমে

Must read

সংবাদদাতা, কোচবিহার : প্রশাসনিক সভা করতে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার এসে পৌঁছবেন। ওঁর সফর নিয়ে শনিবার প্রস্তুতি ছিল চরমে। রাসমেলা মাঠে সোমবার প্রশাসনিক সভা। জেলাশাসক অরবিন্দকুমার মিনা, কোচবিহার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা প্রশাসন আধিকারিকরা দফায় দফায় পরিদর্শন করেছেন সভাস্থল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাসিমারা থেকে হেলিকপ্টারে কোচবিহার এ বি এন শীল কলেজের মাঠে আসতে পারেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তাই কলেজ মাঠে হেলিপ্যাড তৈরি হয়েছে। কলেজের ঢোকার রাস্তার দু’পাশে বাঁশের ব্যারিকেড। তবে আবহাওয়া খারাপ থাকলে সড়কপথেও সোনাপুর পাতলাখাওয়া হয়ে আসতে পারেন। রবিবার রাতে সার্কিট হাউসে থাকার কথা৷ বিকেলে কোচবিহারে উদ্বোধন করতে পারেন চকচকা গ্রামে বীর চিলারায়ের মূর্তি। আগে কোচবিহারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন মূর্তি তৈরি নিয়ে। সেই মূর্তির কাজ শেষ৷ জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে৷ একাধিক হেরিটেজ প্রকল্পের কাজ শেষ হয়েছে। উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। যেতে পারেন মদনমোহন মন্দিরেও। তাই সেজে উঠেছে মন্দিরচত্বর৷ শনিবার মুখ্যমন্ত্রীর মঙ্গলকামনায় পুজো দেন কোচবিহার পুরপ্রধান ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বলেন, একাধিক প্রকল্পের বিভিন্ন সুবিধা তুলে দেওয়া হবে সরকারি মঞ্চ থেকে৷ লক্ষাধিক মানুষ সভায় থাকবেন। সরকারি কর্মসূচিতে এলেও রবিবার রাতে জেলা নেতৃত্বকে নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে পারেন৷ জেলা পার্টি অফিসে তাই প্রস্তুতি মিটিং করেছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বহু বছর পরে কোচবিহার শহরে জেলা পার্টি অফিস তৈরি হয়েছে৷ মেখলিগঞ্জে এদিন দলীয় সভা করেছে তৃণমূল৷

আরও পড়ুন- প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Latest article