সংবাদদাতা, বিষ্ণুপুর : বাঁকুড়া জেলার শালতোড়া চাঁদ বাক দামোদর চরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়ল। সাধারণত কচ্ছপ যে ধরনের হয়, এটি তার থেকে সম্পূর্ণ আলাদা, তাই জেলেরা বন দফতরের আধিকারিকদের কাছে খবর পাঠান। শালতোড়া রেঞ্জ অফিস কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন-বোর্ড গড়ে উন্নয়নের বাজেট ঘোষণা
বিরল প্রজাতির কচ্ছপ বলে এটি সংরক্ষণের জন্য আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে। বন আধিকারিক রানা জানান, এই কচ্ছপটি আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার প্রজাতির এটিকে আমেরিকার রাক্ষুসে কচ্ছপও বলে। এই কচ্ছপ যে কোনও নদী, পুকুর বা জলাশয়, যেখানেই থাকুক না কেন, সেখানকার বাস্তুতন্ত্রকে পুরোপুরি নষ্ট করে দেয় এবং মানবসমাজে রোগ ছড়িয়ে দিতেও সক্ষম। কীভাবে এই কচ্ছপ এখানে চলে এল তার খোঁজ চলছে। সেই সঙ্গে এই ধরনের কচ্ছপ কোথাও দেখা গেলে বন দফতরকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেছেন।