ঐতিহ্যের রাস উৎসবে থিমের জোয়ার নবদ্বীপে

Must read

প্রতিবেদন : ঐতিহ্যপুর্ণ রাস উৎসব ঘিরে মাতোয়ারা নবদ্বীপ (Nabadwip- Ras Yatra)। উদ্যোক্তারা কোনওরকম খামতি রাখতে চাইছে না। মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। পুজোর প্যান্ডেলে ফুটে উঠেছে বর্তমান সমাজের প্রতিচ্ছবি। সমাজ সচেতন শিল্পীরা তাঁদের ভাবনা এঁকেছেন মণ্ডপসজ্জায়। শেষ মুহূর্তে দিন-রাত উজাড় করে কাজ করছেন শিল্পীরা। দর্শকদের মন কাড়তে এবার নামা থিম করা হয়েছে রাস উৎসবে। নবদ্বীপ প্রাচীন মায়াপুর জামতলা গলির হিমাদ্রি সঙ্ঘের অন্নপূর্ণা মাতা পুজোর এবছরের থিম ‘ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক’। বাতিল দু’হাজার টাকার নোটকে স্মৃতি করে এবার তাঁদের এই থিম। শিল্পী তাঁর তুলির টানে ১৭ ফুট চওড়া ও ৬ ফুট লম্বা দু’টাকার নোটের মধ্যে মা অন্নপূর্ণাকে নতুন রূপে তুলে ধরেছেন। নোটের একদিকে মহাত্মা গান্ধী ও অপর দিকে নোটের সাদা অংশের মধ্যে মা অন্নপূর্ণার মূর্তিকে অতিসুন্দর রূপ দিয়েছেন। নবদ্বীপ (Nabadwip- Ras Yatra) জনপ্রিয় ক্লাবের এ বছরের থিম ‘মিশর রহস্য’। ইতিহাসের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার কাজ করবে মিশরের এই পিরামিড। পিরামিডের প্রবেশ দ্বারেই রয়েছে মিশরের ‘নীল নদ’। বাঁশ, কঞ্চি ও চট দিয়ে তৈরি পিরামিডের মধ্যেই বিরাজমান গণেশ ও পার্বতী, সঙ্গে স্বয়ং মহাদেব। থিমের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কফিনে শায়িত জ্যান্ত মমি। বিষ্ণুপ্রিয়া হল্ট সংলগ্ন মালঞ্চপাড়া আমবাগান ইয়ং ব্লাড ক্লাবের যুগলমিলনের এবারের পুজোর থিম ‘মাটির ঘরে রাই কিশোরী’। রাধা-কৃষ্ণ অষ্টসখী দ্বারা বেষ্টিত রয়েছেন। ঘরের ভেতরে রয়েছে দুর্গা মূর্তি, কৃষ্ণ মূর্তি, কালী মূর্তি। মণ্ডপের চারিদিকে থাকছে বিভিন্ন রকমের পুতুল। নবদ্বীপ গোবিন্দবাড়ির মোড় লায়ন্স স্পোটিং ক্লাবের গঙ্গা মাতা বারোয়ারি এ বছর নানা দৃশ্যপট এঁকে গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে। রয়েল ক্লাবের পুজোতেও এবার নানান দৃশ্যের প্রেক্ষাপট। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন ভীম যখন মানানি পর্বতের মৌবনে ঘটোৎকচকে আহ্বানের পটভূমি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন- রাতেও চলবে জয়রাইড, চমক দার্জিলিঙে

Latest article