প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান (Rashid Khan)। মাস খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। দুপুরে গঙ্গাসাগর থেকে ফেরার পথে শিল্পীকে দেখতে কলকাতার বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কছে রশিদ খানের মৃত্যু সংবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এত অল্প বয়সে রশিদ খানের মত শিল্পীর প্রয়াণ অপূরণীয় ক্ষতি। আগামীকাল তাঁর মরদেহ রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হবে। সেখানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম শ্রদ্ধা জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
আরও পড়ুন: ‘ধর্ম যার যার ঈশ্বর সবার’ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
গত নভেম্বর মাস থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি (Rashid Khan)। আগেই প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসকদের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ভোরে সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। এদিন দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রশিদ খান।