এবার জম্মুতে ভূমিকম্প, বিপদের আশঙ্কা ভূবিজ্ঞানীদের

Must read

শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মুর (Jammu- Earthquake) কাটরা শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। বিপদের আশঙ্কা ভূবিজ্ঞানীদের। দিনকয়েক আগে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের জেরে প্রাণ গিয়েছে প্রায় ৫০ হাজার। জখম বহু। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে হাত বাড়িয়েছে বিশ্বের একাধিক দেশ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মুর কাটরা শহর। ভূমিকম্পের উৎসস্থল ছিল, কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। যদিও এই ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভূমিকম্পের (Jammu- Earthquake) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: সন্ত্রাস-রক্তে ত্রিপুরার ভোট

গতকাল, বৃহস্পতিবার ভোরেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেঘালয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। তাঁর আগে গত সোমবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিমের কিছু অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এই পরিস্থিতিতে বড়সড় আশঙ্কার প্রহর গুণছেন ভূবিজ্ঞানীরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

Latest article