প্রতিবেদন : বুধবারই জেল থেকে ছাড়া পেয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার রাউতের গলায় শোনা গেল বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসা। জানালেন, দু-তিনদিনের মধ্যে সাক্ষাৎ করবেন ফড়নবিশের সঙ্গে। রাজ্যের উন্নয়ন নিয়ে তিনি এই বিজেপি নেতার সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন-বাইডেনকে জোর ধাক্কা দিলেন ট্রাম্প
শুধু তাই নয়, স্বভাববিরুদ্ধভাবে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এদিন নীরব রইলেন রাউত। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ এই সাংসদ এদিন জানান, মহারাষ্ট্রে নতুন সরকারের নেওয়া কিছু সিদ্ধান্ত তিনি সমর্থন করেন। তাঁর মতে, ফড়নবিশই আসলে রাজ্য চালাচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। অনেকে মনে করছেন, ফড়নবিশই সরকার চলাচ্ছেন বলে মন্তব্য করে রাজ্যের নতুন জোট সরকারে ফাটল ধরানোর চেষ্টা করলেন সঞ্জয় রাউত।