মুম্বই : ভারতীয় ক্রিকেটে দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কখনও বাইশ গজে, কখনও কমেন্ট্রি বক্সে, আবার কখনও হেড কোচ হিসেবে। এবার নতুন এক ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন বিরাট কোহলিদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী (Ravi Shastri)। নামী ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে একটি বিনোদন সিরিজের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচকে। এই সিরিজটি ক্রিকেটের বাইরে এমন একটি দিকও তুলে ধরবে যা দর্শকরা আগে কখনও দেখেননি। এই ওয়েব স্ট্রিমিং সিরিজ বিনোদন জগতেও শাস্ত্রীকে (Ravi Shastri) চেনাবে নতুন ভাবে। এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘‘আমি নতুন কিছু করার কথা ভাবছিলাম। এমন কিছু করতে চাইছিলাম যা ক্রিকেট বহির্ভূত বা ক্রিকেটের মতোই উত্তেজনাপূর্ণ হবে। যখনই এই সিরিজের বিষয়, ধারণা নিয়ে আমার সঙ্গে আলোচনা করা হয়, তখনই আমার মনে হয়েছিল এটা করতেই হবে।’’
আরও পড়ুন: নতুন সিলেবাস কমিটি গঠিত
বিরাট-রোহিতদের প্রাক্তন গুরুর সংযোজন, ‘‘আমি নতুন ইনিংসের জন্য অপেক্ষা করছি। একটি উৎসাহী, পেশাদার টিম নিয়ে বিশ্বমানের বিনোদন সিরিজ তৈরি করতে চাই।’’ ওয়েব স্ট্রিমিং দর্শকদের কথা মাথায় রেখে এই প্রোজেক্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সিরিজের নির্মাতা তথা লিন্টাস গ্রুপের চেয়ারম্যান আমের জলিল। তিনি বলেছেন, ‘‘সিরিজের ধারণাটি অনন্য। আমরা খুশি যে, রবি খুব আবেগ ও বিশ্বাস নিয়ে এই সিরিজটি করছে।’’