মুম্বই : বেন স্টোকসের একদিনের ক্রিকেট থেকে অবসর বিতর্ক উসকে দিয়েছে। অনেকে বলছেন, একদিনের ক্রিকেট তুলে দেওয়াই ভাল। না হলে ভীষণ চাপ পড়ে যাচ্ছে ক্রিকেটারদের উপর। রবি শাস্ত্রীর (Ravi Shastri- Hardik Pandya) আশঙ্কা, এবার ক্রিকেটাররা বেছে বেছে ম্যাচ খেলবেন। স্টোকস বলে দিয়েছেন তিনি আর একদিনের ম্যাচ খেলবেন না। শাস্ত্রীর মনে হচ্ছে, এবার হার্দিক পাণ্ডিয়াও সেই পথে হাঁটতে পারেন। হার্দিক এখন টি-২০ ছাড়া কোনও ক্রিকেটই খেলেন না। ‘‘হার্দিককে (Ravi Shastri- Hardik Pandya) আপনারা এখন হয়তো ৫০ ওভারের ক্রিকেট খেলতে দেখবেন। যেহেতু সামনের বছর বিশ্বকাপ রয়েছে। কিন্তু তারপর কী হবে কেউ জানে না।’’ শাস্ত্রী কিছুদিন ধরেই মাত্রাতিরিক্ত ক্রিকেটের বিরুদ্ধে সরব। তিনি দাবি তুলেছেন, দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ তুলে দেওয়া হোক। না হলে স্টোকসের মতোই অনেকে হারিয়ে যাবেন। এদিন উসমান খোয়াজাও একদিনের ক্রিকেটের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।
আরও পড়ুন: পদকেই চোখ মনপ্রীতদের