মুম্বই: সুনীল গাভাসকরের পর রবি শাস্ত্রী (Ravi Shastri)। এবার তিনিও কে এল রাহুলের হয়ে ব্যাট ধরলেন।
প্রসঙ্গটা অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ওভালে জুনে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রশ্ন হল সেই ম্যাচে রাহুলের খেলার সম্ভাবনা কতটা। তিনি শেষ দুই টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন।
তবে গাভাসকর একটা সমাধান সূত্র বের করেছেন। এবার তাতেই সিলমোহর দিলেন সাত বছর ভারতীয় দলের হেড কোচ থাকা শাস্ত্রী। শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, কে এস ভরতের জায়গায় রাহুল খেলা মানে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হবে। আর শুক্রবারই রাহুল প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত কিপিং করে সবার প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া চাপের মুখে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। শাস্ত্রী বলেছেন, মুম্বইতে রাহুল বেশ ভাল কিপিং করেছেন। নির্বাচকরা নিশ্চয়ই এদিকে আগ্রহ নিয়ে লক্ষ্য রাখবেন।
আরও পড়ুন: ভোট না দিলে জুতোপেটা নিদান বিজেপি সাংসদের
শাস্ত্রীর আরও বক্তব্য হল, ‘দুটো জিনিস মাথায় রাখতে হবে। রোহিতের সিরিজে ফেরা আর আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওভালে রাহুলকে দলে রেখে ভারত ব্যাটিংকে আরও শক্তিশালী করতে পারে। ও পাঁচ বা ছয়ে নামতে পারে। ইংল্যান্ডে দূরে দাঁড়িয়ে কিপিং করতে হয়। ওকে স্পিনারদের সেভাবে সামলাতেও হবে না। রাহুল আইপিএলের আগে আরও তিনটি একদিনের ম্যাচ পাবে। নিজের জায়গা সিমেন্ট করে নিতেই পারে।’
শুক্রবারের ম্যাচে ৩৯ রানে চার উইকেট চলে যাওয়ার পরও ভারত জিতেছে পাঁচ উইকেটে। রাহুল ৯৬ বলে ৭৫ রানে নট আউট থেকে যান। এই ম্যাচে তাঁর কিপিং উচ্চ প্রশংসিত হয়েছে। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিপার-ব্যাটার হিসাবে খেলার দাবি আরও প্রতিষ্ঠিত করে ফেলেছেন রাহুল। ফলে শিখর ভরতের ওভালে খেলা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে।