অস্ট্রেলিয়ার মাঠে তেতে থাকে বিরাট, বললেন শাস্ত্রী

Must read

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : আসন্ন টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে চেনা ফর্মে দেখবেন ক্রিকেটপ্রেমীরা। রীতিমতো জোর দিয়ে দাবি করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri- Virat Kohli)। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ জানাচ্ছেন, অস্ট্রেলিয়ার গতিময় বাউন্সি পিচে ব্যাটিং কিং কোহলি সব সময়ই উপভোগ করেন। এবারও তার ব্যতিক্রম হবে না।

এই প্রসঙ্গে শাস্ত্রীর (Ravi Shastri- Virat Kohli) বক্তব্য, ‘‘আমার ধারণা, বিশ্বকাপে বিরাটকে চেনা ছন্দে দেখা যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ওকে বাড়তি তাতিয়ে দেয়। বিদেশের অন্য কোনও মাঠে খেলার সময় ও ততটা তেতে থাকে না। অস্ট্রেলীয় জনতার সামনে এখানকার বাউন্সি উইকেটে ব্যাটিং বিরাট দারুণ উপভোগ করে।’’ শাস্ত্রীর সংযোজন, ‘‘বড় খেলোয়াড়রা বড় মঞ্চে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকে। নিজেকে ছাপিয়ে যেতে চায়। বিরাটও তার ব্যতিক্রম নয়।’’

আরও পড়ুন-সুপার সিক্স অভিযানে ডায়মন্ড হারবার

একই সঙ্গে মানকাডিং নিয়েও মুখ খুলেছেন বিরাটদের প্রাক্তন কোচ। গত মাসে মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ডের শার্লি ডিনকে মানকাডিং করেছিলেন ভারতের দীপ্তি শর্মা। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। গতকাল শচীন তেন্ডুলকর দীপ্তির পাশেই দাঁড়িয়েছিলেন। শাস্ত্রীর বক্তব্য, ‘‘আমি একটা কথা স্পষ্ট করে দিতে চাই, এটা ক্রিকেটের আইনের মধ্যেই রয়েছে। বরং বোলার বল ডেলিভারি করার আগেই যদি ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে আসে, সেটা আমার চোখে প্রতারণা।

Latest article