মুম্বই : বছর তিনেক আগে ‘মানকাডিং আউট’ করে শিরোনামে এসেছিলেন। আবার বিতর্কেও জড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এবার আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ‘রিটায়ারিং আউট’ হয়েছেন। অশ্বিন মনে করছেন, আগামী দিনে আরও ‘রিটায়ারিং আউট’ হবে। গত রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে রিয়ান পরাগের উপরে ব্যাট করতে এসেছিলেন। ২৩ বলে ২৮ রান করে ১৯তম ওভারে নিজেই ডাগ আউটে ফেরার সিদ্ধান্ত নেন অশ্বিন (Ravichandran Ashwin) এবং ব্যাট করার সুযোগ করে দেন রিয়ানকে। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ফুটবলে এই ব্যাপারটা খুব সাধারণ। সব সময় এটা হয়। কিন্তু ক্রিকেটে দলগুলো নিয়মের ব্যবহার করতে ইতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছে।’’ এর পরই ভারতীয় অফ স্পিনার যোগ করেন, ‘‘এটা হয়তো আগামী দিনে খুব ভাল কাজ দেবে এবং খুব একটা কার্যকরী নাও হতে পারে। এই জিনিসটা ধারাবাহিকভাবে ফুটবলে হয়। কিন্তু টি-২০ ক্রিকেটে আমরা এখনও এই ব্যাপারটায় অভ্যস্ত হতে পারিনি। বিশ্বে ফুটবল এখন যে জায়গায়, টি-২০ আগামী দিনে সেই জায়গায় পৌঁছনোর দিকে এগোচ্ছে। ফুটবলে যে ভাবে পরিবর্ত ব্যবহার করা হয়, সে ভাবেই ক্রিকেটে হতে পারে। আমি রিটায়ারিং আউট হয়ে সেটাই করেছি। ইতিমধ্যেই আমরা দেরি করে ফেলেছি। কিন্তু আমার বিশ্বাস, এটা আগামী দিনে আরও বেশি হবে।’’
আরও পড়ুন-সঞ্জু-হার্দিক দ্বৈরথে নজরে বোলাররাই