লোকালয়ে দুই দাঁতাল

Must read

প্রতিবেদন : দামোদর পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল দুই দাঁতাল হাতি (Elephant)। বুধবার ভোরে দুটি হাতি বুদবুদের কসবায় ঢুকে পড়ে। বেলা গড়াতেই তারা গলসির সিমনোড় সংলগ্ন সেচ ক্যানালের কাছে চলে আসে। বন দফতর জানিয়েছে, দুটিই দাঁতাল হাতি। কিন্তু, হাতি পড়ার ঘটনায় ফসল নষ্টের ভয়ে আতঙ্কে রয়েছেন চাষিরা। সম্প্রতি বোরো ধান চাষ হয়েছে। হাতির পায়ে নষ্ট হয়েছে কয়েক একর জমির ধান। উল্লেখ্য, গত নভেম্বর মাসের গোড়াতে প্রায় ৫০টি হাতির (Elephant) একটি দল দামোদর পেরিয়ে গলসি ও আউশগ্রাম এলাকার ধানখেতে তাণ্ডব করে। গলসির শিড়রাই গ্রামে হাতির আক্রমণে এক গ্রামবাসী জখমও হন। ওইসময় গলসির শিড়রাই, রামগোপালপুর, পোতনা, পুরষা, উচ্চগ্রাম-সহ একাধিক এলাকায় হাতির তাণ্ডবে পাকা ধান নষ্ট হয়। প্রায় ২৫০ হেক্টর জমির ধান নষ্ট হয় হাতির পায়ে।

আরও পড়ুন-ব্যাঙ্কে ডাকাতি, গ্রেফতার তিন

Latest article