প্রতিবেদন : ২০২২-২০২৩ আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ৮টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে এবং ১১৪টি ব্যাঙ্ককে জরিমানা করেছে। পাশাপাশি বেশ কিছু সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়েছে। নিয়ম না মানার কারণে এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরবিআই (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্ট বলছে, বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল এই ব্যাঙ্কগুলি। লাইসেন্স বাতিল হওয়া এই ৮টি ব্যাঙ্কের মধ্যে রয়েছে মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক, রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক, ডেকান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাঙ্ক প্রভৃতি। আরবিআই জানিয়েছে, পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে বিধিবদ্ধ নিয়মগুলি মেনে চলতে ব্যর্থতা এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা না থাকার কারণে এই ব্যাঙ্কগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে। শেষ আর্থিক বছরে আরবিআই একইভাবে ১২টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল।