রেপো রেট সংক্রান্ত বড় ঘোষণা আরবিআই গভর্নরের

আজকে আরবিআই (RBI) গভর্নর (governor) শক্তিকান্ত দাস জানিয়ে দিলেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকবে ৬.২৫ শতাংশ

Must read

মনেটরি পলিসির (Monetary policy) বৈঠক শেষ হওয়ার পর আজ রেপো রেট (repo rate) সংক্রান্ত বড় ঘোষণা করলেন আরবিআই গভর্নর। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাল মনেটরি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। এর ফলে এই ত্রৈমাসিকে রেপো রেট ৬.৫ শতাংশ থাকবে। গত বছরের মে মাস থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যস্ফীতির কারণে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন-সিকিমে ফের দুর্ঘটনার আশঙ্কা, বাসিন্দাদের নিরাপদে রাখতে তৎপর প্রশাসন

আজকে আরবিআই (RBI) গভর্নর (governor) শক্তিকান্ত দাস জানিয়ে দিলেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকবে ৬.২৫ শতাংশ। এদিকে মার্জিনাল স্ট্যান্ডিং ফেলিসিটি রেট থাকবে ৬.৭৫ শতাংশ। ব্যাঙ্ক রেট থাকবে ৬.৭৫ শতাংশ। এছাড়া ফিক্সড রিভার্স রেপো রেট থাকবে ৩.৩৫ শতাংশ। গত ফেব্রুয়ারি মাসেও রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ায় আরবিআই। যদিও এপ্রিল মাসে রেপো রেট অপরিবর্তিত ছিল। জুন ও অগস্ট মাসেও পরিবর্তন হয়নি রেপো রেটের। এই কমিটিতে আরবিআই-এর তিনজন আছেন এবং সরকারের তরফে আরও তিনজনকে মনোনীত করা হয়।

আরও পড়ুন-পঞ্জাবের অমৃতসরে ওষুধ কারখানায় আগুন, মৃত ৪

রেপো রেট না বাড়ার ফলে গৃহঋণ গ্রাহকদের বাড়তি চাপ পড়বে না বলে মনে করা হচ্ছে। ইএমআই এবং ঋণের ওপর সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে রেপো রেট না বাড়ায় বিভিন্ন ব্যাঙ্কের স্থায়ী আমানতের হারও অপরিবর্তিত থাকবে বলে আশা করা যায়।

Latest article