স্বস্তির খবর। বাড়ছে না রেপো রেট (Repo Rate- RBI)। বৃহস্পতিবার সকালে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপাতত রেপো রেটের হার থাকছে ৬.৫ শতাংশ। অর্থাৎ গ্রাহকদের গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদ গুনতে হবে না। আরবিআই-র মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট (Repo Rate- RBI) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, অর্থনীতিতে চলমান পুনরুজ্জীবন ধরে রাখতে আমরা ঋণের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি, তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। এমপিসি আপাতত সর্বসম্মতিক্রমে এটিকে ৬.৫০ শতাংশে বজায় রেখেছে।
আরও পড়ুন- ঘুরে আসুন গোয়ালিয়র
আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, ২০২৩-২৪ সালে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে থাকতে পারে বলে জানান শক্তিকান্ত দাস। তাঁর কথায়,”গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। এরপর দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল ৬.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে সেই হার হয় ৬.১ শতাংশ এবং শেষ ত্রৈমাসিকে তা ৫.৯ শতাংশে গিয়ে দাঁড়ায়।“