বাজারে এখনও রয়ে গিয়েছে ২০০০ টাকার নোট (2000 notes)। সব গোলাপি নোট এখনও জমা পড়েনি ব্যাঙ্কে, নোটিশ জারি করে এমনটাই জানিয়েছে আরবিআই। একই সঙ্গে দু হাজারের নোট যে এখনও ‘বৈধ’ একথাও জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে আরবিআই জানিয়ে দিল, ২০০০-এর নোট (2000 notes) এখনও ‘বৈধ’। নির্ধারিত সময়সীমা পেরোনোর পরও ব্যাঙ্কে জমা পড়েনি প্রায় ৯ হাজার ৭৬০ কোটি টাকার ২ হাজার টাকার নোট। এবার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ওই ২০০০ টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা করা যাবে। আরবিআই জানায়, বাজারে থাকা বেশিরভাগ ২ হাজার টাকার নোটই ব্যাঙ্কে জমা হয়ে গিয়েছে। তবে কিছু নোট এখনও বাজারে রয়ে গিয়েছে। ওই ২০০০ টাকার নোটগুলি এখনও ‘বৈধ’। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যাঙ্কে জমা করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করলেই নোটগুলি জমা দিয়ে সেই পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে ওই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।
আরও পড়ুন-পিটিআই-এর চেয়ারম্যান পদ থেকে সরলেন ইমরান খান
নোটবন্দির পর ঘটা করে বাজারে এসেছিল ২০০০টাকার নোট। আরবিআই সুত্র অনুসারে এই নোট ব্যাপক হারে জাল হওয়া শুরু হওয়ায় ২০২৩ সালে এই নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে আরবিআই। ১৯ মে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে সব ২০০০টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু ৩০ সেপ্টেম্বরেও বিপুল পরিমাণ এই নোট বাজারে থেকে যাওয়ায় দিন বাড়িয়ে প্রথমে ৯ অক্টোবর ও পরে ৩০ নভেম্বর করা হয়। ৩০ নভেম্বরের মধ্যেও বাজার থেকে সব নোট তুলতে না পারাতেই এই নোটের বৈধতা আরও বাড়ানো হল।