বাজারে এখনও রয়ে গিয়েছে ২০০০ টাকার নোট (2000 notes)। সব গোলাপি নোট এখনও জমা পড়েনি ব্যাঙ্কে, নোটিশ জারি করে এমনটাই জানিয়েছে আরবিআই। একই সঙ্গে দু হাজারের নোট যে এখনও ‘বৈধ’ একথাও জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে আরবিআই জানিয়ে দিল, ২০০০-এর নোট (2000 notes) এখনও ‘বৈধ’। নির্ধারিত সময়সীমা পেরোনোর পরও ব্যাঙ্কে জমা পড়েনি প্রায় ৯ হাজার ৭৬০ কোটি টাকার ২ হাজার টাকার নোট। এবার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ওই ২০০০ টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা করা যাবে। আরবিআই জানায়, বাজারে থাকা বেশিরভাগ ২ হাজার টাকার নোটই ব্যাঙ্কে জমা হয়ে গিয়েছে। তবে কিছু নোট এখনও বাজারে রয়ে গিয়েছে। ওই ২০০০ টাকার নোটগুলি এখনও ‘বৈধ’। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যাঙ্কে জমা করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করলেই নোটগুলি জমা দিয়ে সেই পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে ওই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।
আরও পড়ুন-পিটিআই-এর চেয়ারম্যান পদ থেকে সরলেন ইমরান খান
নোটবন্দির পর ঘটা করে বাজারে এসেছিল ২০০০টাকার নোট। আরবিআই সুত্র অনুসারে এই নোট ব্যাপক হারে জাল হওয়া শুরু হওয়ায় ২০২৩ সালে এই নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে আরবিআই। ১৯ মে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে সব ২০০০টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু ৩০ সেপ্টেম্বরেও বিপুল পরিমাণ এই নোট বাজারে থেকে যাওয়ায় দিন বাড়িয়ে প্রথমে ৯ অক্টোবর ও পরে ৩০ নভেম্বর করা হয়। ৩০ নভেম্বরের মধ্যেও বাজার থেকে সব নোট তুলতে না পারাতেই এই নোটের বৈধতা আরও বাড়ানো হল।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…