মুম্বই : তীব্র খরার পর শ্রাবণের বারিধারা। অনেকটা সেভাবেই বিরাট কোহলির ব্যাটে দীর্ঘ রানের খরার পর রানের বৃষ্টি। ক্রিকেটের জন্য তৃপ্তিদায়ক ব্যাপার। এতটাই যে মুম্বই সমর্থকরাও বলছেন তাঁদের সঙ্গে আরসিবির (RCB) শেষ ম্যাচে শুধু কিং কোহলির জন্য মাঠে পঁচিশ শতাংশ দর্শক বেড়ে যাবে!
গুজরাটের সঙ্গে ৩৩ বলে পঞ্চাশ করার পর বিরাট (Virat Kohli) ৫৪ বলে ৭৩ রান করেছেন। আরসিবি এতে অনায়াসে জয়ের ১৬৯ রান তুলে প্লে অফের লড়াইয়ে টিকে রয়েছে। জয়ের পর আরসিবির হেড কোচ মাইক হেসন বলেছেন, বিরাটও মানুষ। তাঁরা জানতেন তিনি ঠিক রানে ফিরবেন। তাঁর কথায়, ‘‘আমি খুব আনন্দ পেয়েছি। বিরাট হল চেজ মাস্টার। ও খেললে কাজ সহজ হয়ে যায়। আমরা রান তাড়া করতে পারছিলাম না। কিন্তু ঠিক সময়ে বড় প্লেয়াররা দাঁড়িয়ে গেল।”
আরও পড়ুন: নতুন কোচের খোঁজ শুরু, ম্যাকালামকে বিদায় জানাল কেকেআর
পঞ্চাশ পেয়ে যাওয়ার পর বিরাটকে অনেক হালকা লেগেছে। সেটা স্বাভাবিক। হেসনের দাবি, বিরাটকে মাঠের ধার থেকে দেখেই তাঁরা বুঝেছেন কী মারাত্মক ইনটেনসিটি নিয়ে তিনি খেলছেন। কিং কোহলির (RCB- Virat Kohli) একটু কপাল দরকার ছিল। যা তাঁর সঙ্গে ছিল না। সেটা পেয়ে গেলে কেউ তাঁকে ঠেকাতে পারবে না।
বিরাট জানিয়েছিলেন, নেটে টানা ৯০ মিনিট ব্যাট করে তিনি এই ম্যাচের জন্য নিজেকে তৈরি করেছিলেন। ফল পেলেন ৮ উইকেটে জিতে। তাঁরা পৌঁছে গেলেন ১৬ পয়েন্টে। হেসনের দাবি, বিরাট রানে থাকলে যে কোনও দলকে তাঁরা হারাতে পারেন।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…