মুম্বই, ১৯ মে : অবশেষে বিরাট কোহলির ব্যাটে বড় রান। তাও আবার ডু অর ডাই ম্যাচে! নিটফল, আইএসএলের ফার্স্ট বয় গুজরাট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল আরসিবি (RCB- Virat Kohli)। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল গুজরাট। জবাবে বিরাটের ৫৪ বলে ৭৩ রানের সুবাদে ১৮.৪ ওভারে ২ উইকেটে ১৭০ রান করে ম্যাচ জিতে নেয় আরসিবি।
১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বিরাটরা আপাতত চার নম্বরে উঠে এলেন। তবে আরসিবির প্লে-অফ নিশ্চিত, এ কথা জোর দিয়ে দাবি করা যাচ্ছে না। বিরাটদের (RCB- Virat Kohli) এবার তাকিয়ে থাকতে হবে শনিবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের দিকে। সেদিন দিল্লি হেরে গেলেই প্লে-অফের টিকিট পেয়ে যাবেন বিরাটরা। কিন্তু দিল্লি জিতলেই, ছিটকে যাবেন। কারণ নেট রানরেটে ঋষভ পন্থরা এগিয়ে।
আরও পড়ুন: সঞ্জুরা আজ জিতলেই দুইয়ে উঠে যাবেন, রাজস্থান বনাম চেন্নাই
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলের (১) উইকেট হারিয়েছিল গুজরাট। ঋদ্ধিমান সাহা ৩১ করে রান আউটের শিকার হন। ম্যাথু ওয়েডের অবদান ১৬। তা সত্ত্বেও যে গুজরাট লড়াই করার মতো রান তুলেছিল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। তিনি ৪৭ বলে ৬২ রান করেন। এ-ছাড়া ডেভিড মিলার ৩৪ রান করেন।
রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১১৫ রান যোগ কিরেছিলেন বিরাট ও ফাফ ডুপ্লেসি। বিরাট মাত্র ৩১ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ডুপ্লেসি আউট হন ৩৮ বলে ৪৪ রান করে। এরপর ক্রিজে এসে বাকি কাজটা করে দেন গ্লেন ম্যাক্সওয়েল। রশিদ খানের প্রথম বলেই নাটকীয় ভাবে বেঁচে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। বল স্টাম্পে আঘাত করলেও বেল পড়েনি। জীবন পেয়ে ১৮ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন ম্যাক্সওয়েল। বিরাট ১৭তম ওভারে আউট হলেও, দলকে জয় এনে দেন ম্যাক্সওয়েলই।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…