সঞ্জুরা আজ জিতলেই দুইয়ে উঠে যাবেন, রাজস্থান বনাম চেন্নাই

সঞ্জুদের জন্য সুখবর, দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার শিমরন হেটমেয়ার। শুক্রবারের ম্যাচে হেটমেয়ারের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে

Must read

মুম্বই, ১৯ মে : গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই প্লে-অফ পাকা করে ফেলেছে। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারালেই, চলতি আইপিএলের তৃতীয় দল হিসেবে শেষ চারে জায়গা পাকা করে ফেলবে রাজস্থান রয়্যালস। শুধু তাই নয়, নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে লখনউকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন সঞ্জু স্যামসনরা।

আরও পড়ুন-শেহবাগের চোখে সৌরভই সেরা

১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কার্যত প্লে-অফের টিকিট পেয়েই গিয়েছে রাজস্থান। যা পরিস্থিতি, তাতে চেন্নাইয়ের কাছে হেরে গেলেও, সঞ্জুদের শেষ চারে থাকার জোরালো সম্ভাবনা থাকবে। রাজস্থান হারলে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস নিজের নিজের শেষ ম্যাচ জিতলে, তিনটি দলেরই ১৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে বিচার্য হবে নেট রানরেটে কে এগিয়ে। তাতেও সুবিধেজনক জায়গায় রয়েছেন সঞ্জুরা।

আরও পড়ুন-কেকেআরেই মন ম্যাকালামের

তবে রাজস্থান শিবির ঝুলে থাকতে চাইছে না। বরং চেন্নাইকে হারিয়ে প্রথম দুইয়ে জায়গা পাকা করাই লক্ষ্য তাদের। সঞ্জুদের জন্য সুখবর, দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার শিমরন হেটমেয়ার। শুক্রবারের ম্যাচে হেটমেয়ারের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া ৬২৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলাদের দিকেও তাকিয়ে রয়েছে রাজস্থান শিবির। অন্যদিকে, ধোনিদের কাছে এই ম্যাচটা নিছকই সম্মানরক্ষার। দুঃস্বপ্নের আইপিএল অভিযান জিতেই শেষ করতে চাইছে সিএসকে।

Latest article