জারিনের সোনা

২৫ বছর বয়সি জারিন পেশায় তেলঙ্গানা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার। মেসিদের সঙ্গে একাসনে বসে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন জারিনও

Must read

ইস্তানবুল : মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পঞ্চম ভারতীয় হিসেবে সোনা জিতলেন নিখাত জারিন। বৃহস্পতিবার তিনি ৫২ কেজি বিভাগের ফাইনালে ৫-০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন থাইল্যান্ডের বক্সার জিটপং জুটামাসকে। তিন রাউন্ডের লড়াইয়ের পর জুরিরা সর্বসম্মতিক্রমে জারিনকে বিজয়ী হিসেবে চিহ্নিত করেন।

আরও পড়ুন-মহিলা রেফারি

প্রসঙ্গত, এর আগে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন মেরি কম, সরিতা দেবী, আরএল জেনি এবং লেখা সি। এবার সেই ক্লাবে নাম লেখালেন হায়দরাবাদের জারিনও। ২৫ বছর বয়সি জারিন পেশায় তেলঙ্গানা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার। মেসিদের সঙ্গে একাসনে বসে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন জারিনও। এর আগে যুব বিশ্বকাপের আসরেও সোনা জিতেছিলেন। এবার সিনিয়র বিভাগেও বিশ্বসেরা হলেন জারিন।

Latest article